মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: স্বপন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন বলেছেন, আমার বিরুদ্ধে কারা মিথ্যা অপপ্রচার করছে তা কিন্তু আমরা জানি। নেপথ্যে থেকে কারা গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করছে, গণমাধ্যম কর্মীদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, তাদের সবার মুখোশ কিন্তু আমাদের কাছে উন্মোচিত হয়ে গেছে। আমরা এসব মিথ্যা অপ প্রচারকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবো যাতে করে ভবিষ্যতে অন্য কারো বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার করার সাহস না পায়।

স্বপন বলেন, আমরা সোনারগাঁয়ে বংশ পরম্পরায় বসবাস করে আসছি। আমি বা আমার পরিবারের কারো বিরুদ্ধে কখনো কোনো ধরনের অন্যায় অপকর্মের অভিযোগ ওঠেনি। আমরা সম্মানের সাথে ব্যবসা-বাণিজ্য করি, কখনো চাঁদাবাজি বা সন্ত্রাসের মতো ঘৃণিত কাজে জড়িত হইনি। বরং যারা সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজি আর ভূমিদস্যুতা করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করেছি। আর তাই সেই সন্ত্রাসী চাঁদাবাজরা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। তারা আমাদের সাথে মুখোমুখি লড়াই করার সাহস না পেয়ে পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি জানিয়ে সহিদুর রহমান স্বপন বলেন, আমরা কখনো অন্যায় করিনা, অন্যায়ের সাথে জড়িত হই না কিন্তু আমাদের সাথে কেউ যদি অন্যায় করার চেষ্টা করে আমরা তাকেও ছাড় দেই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই নোংরা খেলায় মেতে উঠেছেন তারা সাবধান হয়ে যান। তা না হলে সোনারগাঁওয়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করবে। সোনারগাঁয়ের মাটিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ কিংবা ভূমি দখলকারীর স্থান হবে না।

তিনি আরো বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে সোনারগাঁয়ে একটি চাঁদাবাজ সিন্ডিকেট তৈরি হয়। তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, হাট, ঘাট, বাজার দখল করে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে। এদেরকে চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন তালিকা প্রস্তুতের কাজ করছে। আমরা এলাকাবাসীও তাদেরকে খুঁজে বের করছি। সবগুলোকে আইনের হাতে তুলে দেয়া হবে এবং সোনারগাঁকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সে পর্যন্ত আমাদের লড়াই চলবে, কোনো ষড়যন্ত্র আমাদেরকে থামাতে পারবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ