সোনারগাঁ আওয়ামীলীগে সম্মেলনের উত্তাপ

নারায়ণগঞ্জ মেইল: আগামী ৩ সেপ্টম্বর সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। পদ-পদবী দখল করতে দফায় দফায় গোপন বৈঠক করছেন পদ প্রত্যাশী নেতারা। ইতিমধ্যে কয়েকটি ভাবে বিভক্ত হয়ে পড়েছে সোনারগাঁ আওয়ামীলীগ।

স্থানীয়দের মতে, আওয়ামীলীগ সরকার টানা তৃতীয় বারের মত ক্ষমতায় থাকলেও সোনারগাঁ আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে পড়েছে। সোনারগাঁ আওয়ামীলীগ অনেকটা জাতীয় পার্টির নিয়ন্ত্রনে রয়েছে। তাই আগামী ৩ সেপ্টম্বর সম্মেলনের মধ্যদিয়ে সোনারগাঁ আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে চাইছেন একাংশ নেতারা। আর সোনারগাঁ আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে পারলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর দাবী করছেন। যা নিয়ে দু:চিন্তায় রয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

গত বছরের মার্চ মাসে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট সোনারগাঁয়ে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল।

কমিটি অনুমোদনের কিছুদিন পরই সোনারগাঁ আওয়ামীলীগ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তবে সকল বিতর্কের অবসান ঘটিয়ে আগামী ৩ সেপ্টম্বর সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছাস ও উত্তাপ দুটিই বিরাজ করছে। তবে কমিটিতে আলোচনায় রয়েছে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার, বর্তমান আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া ও মাহফুজুর রহমান কালাম।
তবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুও সোনারগাঁ আওয়ামীলীগকে নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করছেন। যদিও মাঠের রাজনীতিতে অনেকটা এগিয়ে রয়েছেন আবদুল্লাহ্ আল কায়সার। সোনারগাঁ আওয়ামীলীগের দায়িত্ব কায়সার হাসনাতকে দেয়া হয়ে সোনারগাঁ আওয়ামীলীগে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ