দিপু ভুঁইয়ার কার্যালয়ে হামলার ঘটনায় সোনারগাঁ উপজেলা যুবদলের নিন্দা

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর রুপগঞ্জ ব্যবসায়িক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগর ক্যাডাররা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। এ সময় অফিস স্টাফদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।

দিপু ভুঁইয়ার ব্যবসায়িক কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা যুবদল। সংগঠনের আহবায়ক সহিদুর রহমান স্বপন  এক বিবৃতিতে এই নিন্দা জানান। সেইসাথে যারা এই হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে সোনারগাঁ উপজেলা যুবদল।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ