সোনারগাঁয়ে আনারসের কাছে ধরাসায়ী নৌকা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপিতে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফ মাসুদ বাবু ৷ নৌকার প্রার্থী সোহাগ রনির চেয়ে ১১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী৷স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফ মাসুদ বাবু (আনারস প্রতীক) ভোট পেয়েছেন ৮ হাজার ৩৯৯। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহাগ রনি ( নৌকা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে বেসরকারি ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায় ৷

বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলে ৷ কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই এ ভোটগ্রহণ শেষ হয় ৷

এ নির্বাচনে নৌকা প্রতীকে লড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ সোহাগ রনি৷ তিনি ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন৷ তার চেয়ে ১১৩২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফ মাসুদ বাবু৷ তিনি গত দুইবারের নির্বাচিত চেয়ারম্যান৷

এ নির্বাচনে ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান রক্সি (ঘোড়া) ও মো. সুরুজ মিয়াও (মোটরসাইকেল) লড়েছেন চেয়ারম্যান পদে৷ সাধারণ ইউপি সদস্য পদে লড়েছেন ৪৩ জন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে আছেন ১০ জন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ২১০ জন। ১২টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ভোটাররা৷ প্রতিটি কেন্দ্রে ভোট হয়েছে ইভিএমে৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ