নারায়ণগঞ্জ মেইল: সারাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের কমিটি পূণর্গঠনের মাধ্যমে সাংগঠনিক কর্মকান্ডে গতি ফেরাতে চাচ্ছে বিএনপির হাইকমান্ড। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সকল ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ করার মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি সেরে নিতে চাইছেন তারা। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে যুবদল ও ছাত্রদলের সকল ইউনিট কমিটি পূর্ণাঙ্গ করার কাজ চলছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন সোনারগাঁ উপজেলার সকল ইউনিট যুবদলের কমিটি গঠনের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। ইতিমেধ্যই সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাকীগুলোর কাজও এগিয়ে চলছে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করার পরে ইউনিয়ন কমিটিগুলো গঠনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু কয়েকটি করার পরেই শুরু হয়ে যায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাব। তাই কর্মীসভা করে লোক জমায়েত করার বিষয়ে কেন্দ্রীয়ভাবে নিষেধ করা হয়। এর পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে তৃণমূলের সাথে যোগাযোগ করে সকলের মতামতের ভিত্তিতে প্রতিটি কমিটি গঠনের কাজ চলছে। ইতিমধ্যেই ইউনিয়নগুলোর আহবায়ক কমিটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। পর্যায়ক্রম তা ঘোষনা করা হবে। এর পরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার পরে ইউনিয়ন কমিটিগুলো আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ করা হবে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন জানান, ইউনিয়ন কমিটিগুলো গঠনের জন্যে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু করোনা মহামারির কারনে কেন্দ্রীয় নির্দেশে তা সম্পন্ন করতে পারিনি। এরপর ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ রক্ষা করে সকলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহনযোগ্য কমিটি করা হচ্ছে। ইউনিয়ন যুবদলের াাহবায়ক কমিটিগুলোর কাজ প্রায় শেষ, এখন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ চলবে। সকল বিতর্কের উর্ধ্বে উঠে সবার কাছে গ্রহনযোগ্য কমিটি গঠনে আমরা বদ্ধ পরিকর।