আরকে এগ্রো ফার্ম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল

নারায়ণগঞ্জ মেইল: সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার আর কে এগ্রো ফার্ম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল। সোমবার রাতে আরকে এগ্রো ফার্ম লি: পরিদর্শনে আসেন তিনি। এসময় ফার্মের সামগ্রিক পরিবেশ ও গুনগত মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। এসময় বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে এগ্রো ফার্মের বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ফার্মের মালিক রাসিব আহম্মেদ ও কায়সার আহম্মেদ রাজিব উপস্থিত ছিলেন।

জানাগেছে, ঢাকেশ্বরী এলাকার তোলা হয়েছে আর কে ফার্ম লি: এর গরু প্রস্তুতকারী সুবিশাল আকারের খামার। নিজস্ব জমিতে চাষ করা কাঁচা ঘাঁস ও প্রাকৃতিক উপায়ে তৈরি খইল-ভুসি দিয়ে গরুর পুষ্টি বিবেচনায় লালন পালন করা হচ্ছে এখানকার কোরবানীর পশু। তাছাড়া শত ভাগ হালাল ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু তৈরি করায়। তাই ফার্ম পরিদর্শনে এসে যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ