৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে মান্নানের নির্বাচনী প্রচারনা

নারায়ণগঞ্জ মেইল: জালকুড়ি ৯ নং ওয়ার্ডে যুবদল ছাত্রদল ও কৃষকদলের উদ্দ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরন ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা হয়।


শনিবার(১৫ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রর্থাী আজহারুল ইসলাম মান্নান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জালকুড়ি কড়ইতলা বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারনা শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে পশ্চিমপাড়া খেলার মাঠে গিয়ে শেষ করেন।
প্রচারনার সময় মান্নান বলেন, জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। উন্নয়ন, সেবা ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।


এ সময় ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম প্রধানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম শিকদার, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সবুজ আহমেদ, যুবদল নেতা আসলাম মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শ্যামল গায়েন,৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমেদ,হিসাব প্রধান প্রমুখ।


এ সময় তার সঙ্গে স্থানীয় যুবসমাজ, বিভিন্ন পেশাজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো ওয়ার্ড জুড়ে প্রচারণার উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ