নারায়ণগঞ্জ মেইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের হামলা ও গনহত্যার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপি (অঙ্গসংগঠন)
আয়োজিত জনসমাবেশ সফল করতে কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
শনিবার ( ১২ মার্চ ) ফতুল্লা থানাধীন ভূইগড় সোনালী সংসদ মাঠে আয়োজিত জনসমাবেশে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আহম্মেদ আলী, ফতুল্লা থানা শ্রমিক দল নেতা রিয়াজ হাওলাদার, ৯ নং শ্রমিক দল নেতা মামুন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল নেতা এবাদুল ইসলাম, আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।