নারায়ণগঞ্জ মেইল: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) এই লং মার্চ অনুষ্ঠিত হয।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীর একটি বিশাল বহর লং মার্চ কর্মসূচিতে যোগদান করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগানে স্লোগানে মুখর করে তোলে রাজপথ।