ঢাকার যুব সমাবেশে সহিদুল-আরমানের নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি চেয়ারপার্সন সাবেক বেগম খালেদা জিয়া’র সুচিকিৎসা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগরের যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের কান্ডারী সহিদুল ইসলাম ও আরমান হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়।

শনিবার (১১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে যুবদলের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আরামবাগ মোড়ের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে।

পরে ব্যানার- ফেস্টুনে সু- সজ্জিত হয়ে বিশাল শোডাউন করে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এসময়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ