না:গঞ্জে নুর বানু হত্যা রহস্য উদঘাটন করলো পিবিআই

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গন্ধর্বপুর সাকিনের মোঃ ইলিয়াস মিয়ার বাড়ীতে অজ্ঞাত আসামীগন বাদী মোঃ ইলিয়াস মিয়ার মাতা নুর বানু (৫৫) কে করাত দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করা মেম্বার নূর বানুর হত‍্যার রহস‍্য উৎঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলার সদস‍্যরা।

ঘটনায় রূপগঞ্জ থানার মামলা নং- ০১, তাং- ০১/০৭/২০১৯ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। থানা পুলিশ তদন্তকালে পুলিশ হেডকোয়ার্টার্স মাধ্যমে অত্র মামলাটির তদন্তভার পিবিআই এর উপর ন্যস্ত করিলে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহন করে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব নাছির উদ্দিন সরকার কে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ করা হয়। পিবিআই তদন্তকালে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম) এর তদারকি ও দিক নির্দেশনায় গতানুগতিক তদন্তের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই নারায়ণগঞ্জ জেলা, দীর্ঘ ১১ মাস পর চাঞ্চল্যকর ও নির্মম নুর বানু (৫৫) হত্যাকান্ডের সাথে জড়িত আসামী কামরুজ্জামান (৩৬), পিতা- আলাউদ্দিন, সাং- গন্ধর্বপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ কে গত ২৩/০৭/২০২০ খ্রিঃ তারিখ সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকা হতে গ্রেফতার পূর্বক ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৫/০৭/২০২০ খ্রিঃ তারিখ ধৃত আসামী কামরুজ্জামান (৩৬) কে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কাউছার আলম এর আদালতে উপস্থাপন করিলে সে প্রত্যক্ষভাবে নুর বানু (৫৫) নির্মম হত্যাকান্ডের সাথে নিজেকে জড়িয়ে অপরাপর আরো ০২ (দুই) জন আসামী জাহাঙ্গীর (৫০) ও রুবেল হোসেন (৩০) দ্বয়ের নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করে। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত রুবেল হোসেন (৩০) কে গ্রেফতারপূর্বক গত ২৫/০৭/২০২০ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে উপস্থাপন করিলে বিজ্ঞ আদালত ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উক্ত আসামীকে পিবিআই হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধিন রয়েছে।

এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম) জানান অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করায় পিবিআই এখন সাফল্যের শীর্ষে অবস্থান করছে। উপরন্তু পিবিআই নারায়ণগঞ্জ জেলায় একটি ক্রাইমসিন ভ্যান যুক্ত হওয়ায় খুন, ডাকাতি, ধর্ষণ সহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে নব দিগন্তের সূচনা করবে এবং পিবিআই এর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ