নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে দুইজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী নির্বাচনের মাঠে সরব রয়েছেন। একজন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির এবং আরেকজন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মনোনয়ন প্রত্যাশী দুইজনের মধ্যে কাজী মনিরুজ্জামান মনির ইতিপূর্বে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তবে দিপু ভূঁইয়া এখনো ধানের শীষের মনোনয়ন পাননি। রূপগঞ্জে দুইজনেরই রয়েছে বিশাল কর্মী বাহিনী। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তায় কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। তাই এ আসনের মনোনয়নে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সূত্রে জানা গেছে আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমানের সাথে বিএনপি নেতা ভূঁইয়ার অন্তরঙ্গ সম্পর্কের কথা কেন্দ্র থেকে লন্ডন পর্যন্ত পৌঁছে গেছে বিশেষ করে শামীম ওসমান পরিবার গাড়িতে করে পালিয়েছে এই তথ্য মনোনয়নের দৌড়ে অনেক পিছিয়ে দিয়েছে। তাই এবার দিপু ভাইয়ার জন্য দলীয় মনোনয়ন বিরাট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শামীম ওসমান আত্মগোপনে যাওয়ার আগে সর্বশেষ যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেই বাড়িটি মালিক ছিলেন দিপু ভূইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শামীম ওসমানের পারিবারিক বিশ্বস্ত একজন। যার কল রেকর্ড সংগ্রহ রয়েছে এই প্রতিবেদকের কাছে। শামীম ওসমানের পারিবারিক বিশ্বস্ত ব্যক্তি জানান, গুলশানে মালিকানাধীন গাউসিয়া ভবনে শামীম ওসমানকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন দিপু ভূইয়া। গত ১৯ জুলাই শামীম ওসমান ও অয়ন ওসমান ছাত্র জনতার উপর গুলি বর্ষন শেষে ঢাকা গাউসিয়া ভবনে অবস্থান নেন। সেই সময় শামীম ওসমান পালিয়ে গেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়লে ওয়ন ওসমান ফেসবুকে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন তারা এখনো বাংলাদেশেই আছেন। যে বাড়ি থেকে ভিডিও বার্তা দেয়া হয়েছিলো সেটি দিপু ভূইয়ার বাড়ি ছিল।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান আত্মগোপনে চলে যান। গুলশানের বাড়িতে আটকা পরেন লিপি ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা। ঐ দিন তাণ্ডবে সকাল সাড়ে ১০টায় পারিবারিক বন্ধু বিএনপি নেতা দিপু ভূঁইয়া ওসমান পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাত ১১ টায় দিপু ভূঁইয়া নিজেই কালো গ্লাস ঘেরা গাড়িতে করে লিপি ওসমান, তার মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, অয়নের স্ত্রী ইরফানা আহমদ রাশমী ও অয়নের শিশু সন্তানকে নিয়ে রওনা দেন সিলেটের উদ্দেশ্যে। ওসমান পরিবারকে পালিয়ে যেতে সহযোগীতা করার পাশিপাশি বর্তমানে শামীম ওসমানের বেনামে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছেন দিপু ভূইয়া।
এসব ঘটনা বিএনপি’র কেন্দ্রীয় নেতারা যেমন জানেন তেমনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকটাই ব্যাকফুটে তৃণমূলে জনপ্রিয় দীপু ভূঁইয়া।