চাঁনমারি বস্তির মাদক সম্রাজ্ঞী সীমা বন্দরে আটক

নারায়ণগঞ্জ মেইল: সদ্য উচ্ছেদ হওয়া মাদকের আখড়া চাঁদমারি বস্তির মাদক সম্রাজ্ঞী সীমাকে আরও চার সহযোগীসহ বন্দর থেকে আটক করেছে নারায়ণগঞ্জের ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও নগদ ১০ লাখ ৭৭ হাজার ১৩৫ টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২০ আগস্ট) সকাল ৮ টায় বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উচ্ছেদ হওয়া চাঁদমারী বস্তির মাদক স¤্রাজ্ঞী সীমা বেগম, তার স্বামী মিন্টু মিয়া, শিপন, নুর হাজান বেগম ও সাথী বেগম।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুর একটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী এতথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল আমরা বন্দরে অভিযান পরিচালনা করে সাবেক চাঁদমারী বস্তির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সীমা বেগম এবং তার স্বামী মিন্টু মিয়াকে গ্রেফতার করি। এসময় তাদের বাসা থেকে ৫৫ গ্রাম হেরোইন এবং ৩ লাখ ৭৭ হাজার ১৩৫ টাকা উদ্ধার করি। তাদের স্বীকারোক্তিতেই তাদেরকে নিয়ে ওই এলাকার আরেকটি বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা ৫০০ টাকার ১৪টি বান্ডেল (৭ লাখ টাকা) এবং অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করি। পাশাপাশি সে বাসায় যারা ছিলো তাদেরকেও আমরা গ্রেফতার করি।

তিনি আরও বলেন, সীমা বেগম দীর্ঘদিন যাবত এই চাঁদমারী বস্তিতে মাদক ব্যবসা করে আসছিলো। যা কিছু দিন আগে আমাদের এসপি স্যারের নির্দেশে উচ্ছেদ করি। এঘটনায় গ্রেফতারকৃতদের পলাতক ৪ সহযোগীসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ