মদনপুরে বিএনপি নেতা হিরণে বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ মেইলঃ বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মদনপুর একতা মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টায় মার্কেটের তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে মদনপুর একতা সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম জানান, আমাদের সমিতির ১০১ জন সদস্য রয়েছে। এরমধ্যে ৫/৬ জন সদস্যকে নিয়ে হিরন আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, সমবায় অফিসে অভিযোগসহ হুমকিধামকি দিচ্ছে। ইতিমধ্যে সমবায় সমিতি অভিযোগের সত্যতা পায়নি এবং হয়রানিমূলক মামলা আদালত খারিজ করে দেয়।

বর্তমান পরিস্থিতিতে এ চক্রটি মদনপুর এলাকার সরকারি খাল দখলদার ও চাঁদাবাজ হিরণ বাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার প্রচেষ্টা লিপ্ত হয়েছে। হিরণ বাহিনীর প্রধান হিরণ সমিতির সদস্য না হয়েও সমবায় অফিসে তার অবৈধ প্রভাবকে ব্যবহার করে উপজেলা, জেলা ও বিভাগীয় সমবায় অফিসের কর্মকর্তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে সমবায় দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন, হিরন বাহিনীর ভয়ে ব্যবসায়ীগণ বর্তমানে আতঙ্কের মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করছে। সমিতির সাধারণ সদস্যদের মধ্যে সাধারণ সদস্যদের মধ্যে এ চক্রের ৫/৬ জন ছাড়া সকল সদস্য বর্তমান কমিটির প্রতি সমর্থন আছে।

মদনপুর এলাকার ব্যবসায়ের সঠিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে সমিতির দুর্নীতি গ্রস্থ এই কুচক্রী হিরালাল-আমিনুর গংয়ের ৫/৬ জন সদস্যকে সমিতি হতে বহিষ্কার এবং তাদের ভাড়াটে হিরণ বাহিনীর চাঁদাবাজী, হুমকি ধামকির হতে মদনপুর একতা সুপার মার্কেটকে রক্ষার জন্য সমিতির সকল সদস্য ও ব্যবসায়ী মহলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য মনির হোসেন, উপদেষ্টা নাজমুল হাসান, পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা।
এ সময় মদনপুর একতা সুপার মার্কেট সমবায় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ