বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি যাতে জনগণের রায় না পায় তার জন্য দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে। তাই নয় এই বাংলাদেশকে নিয়েও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশে মানুষকে অনেক সজাগ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

রোববার ( ১৩ অক্টোবর) বিকেল চারটায় ২২নং ওয়ার্ডের বন্দর ঘাটে এই কর্মীসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ যে পাঁচটি আসনে রয়েছে সেই পাঁচটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আশা করি শুধু নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নয়, সারা বাংলাদেশের সকল আসনে যারা দলের জন্য কাজ করেছে। যারা ইতিপূর্বে দলের সাথে ছিল মিটিং মিছিল অংশগ্রহণ করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে দলের জন্য কাজ করে দলকে সুসংগঠিত করেছে তারাই নমিনেশন পাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে, বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। আগামী নির্বাচনে আপনারা ধানের শীর্ষে মার্কায় ভোট দিয়ে বিএনপিতে বিজয়ী করবেন।

মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ