নারায়ণগঞ্জ মেইল: বন্দর থানাধীন ২২ নং ওয়ার্ডের কবরস্থান রোড যুবসমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি রৌপ্যকাপ ডিগবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা ৮ টায় বন্দর কবরস্থান রোড বালুর মাঠ প্রাঙ্গনে ২২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদল সভাপতি মো: আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সদর থানা যুবদল নেতা মোঃ বাপ্পি সিকদার।
প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ তার বক্তব্যে বলেন- অচিরেই জাতীয় নির্বাচন, বিএনপি ক্রীড়াবান্ধব একটি রাজনৈতিক দল। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আপনাদের এলাকায় একটি মাঠ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আপনার জানেন প্রথম ইন্টারনেটের প্রথম যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্র, এছাড়াও বর্তমানে চীনও তাদের ইন্টারনেট সেবায় শক্ত অবস্থানে রয়েছে। আজকে যদি আমরা দেখি আমেরিকার, চীন বিভিন্ন রকম খেলাধুলা ও শরীরচর্চায় বেশ অগ্রগামী, কিন্তুু সেদিক থেকে আমরাদের বাংলাদেশ বেশ পিছিয়ে। তাই আমি অনুরোধ করব বাচ্চাদের প্রতি পিতা-মাতার আরও যত্নশীল হতে হবে। বাচ্চারা যাতে অনলাইন গেমিং (জুয়ায়) আসক্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড যুবদল সভাপতি কাজী সোহাগ, জুয়েল রানা, আলী নওষাদ তুষার, নূর আলম খন্দকার, সেলিম খন্দকার, জনি, সামসু, মহিউদ্দিন, মোঃ বাবুল ঢালী মোঃ সাইফুল ইসলাম, ২২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ পাঠান, মোঃ আলমগীর শেখ, মোঃ মজিবর, মোঃ কামরুল ইসলাম, মোঃ পীরু চিস্ত মোঃ সেলিম কন্ট্রাকটর, কাজল, হারুন প্রমুখ।