জেলা ও মহানগর কোকো স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মেইল: নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর থানার লক্ষণখোলা এলাকায় এই পরিচিতি সবার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ওহিদ উল্লাহ মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মুজিবুর রহমান আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান স্মৃতি সংসদের আহবায়ক কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনের আরাফাত রহমান স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট সাখাওয়াত প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বলেন, আরাফাত রহমান ছিলেন একজন ক্রীড়া প্রেমী দক্ষ ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর ছিল বলিষ্ঠ অবদান। বর্তমান অবৈধ সরকার আরাফাত রহমান কোকোর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে বিষ প্রয়োগ করে হত্যা করে।

তিনি বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আজও পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি। বাংলার মাটিতেই এ হত্যাকাণ্ডের বিচার একদিন হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পাশে আরাফাত রহমান স্মৃতি সংসদের নেতৃবৃন্দরাও রাজপথে থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ