বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে না’গঞ্জবাসীকে শফিউল্লাহ’র শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা থানা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী মো: শফিউল্লাহ শফি।

এক বিবৃতিতে শফিউল্লাহ শফি নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ রাত ৮টার দিকে মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক, বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ