আনসার ভিডিপি সদস্যদের মাঝে আব্দুল গফুর ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাদের মাঝে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফাজিলপুর খেলার মাঠে কম্বল ও মশারি বিতরণ করা হয়। আব্দুল গফুর ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আব্দুল গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: মাসুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার দাস।

প্রধাণ অতিথির বক্তব্যে অজিত কুমার দাস বলেন, এই প্রথম আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাদের জন্য এমন আয়োজন করায় আব্দুল গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আনসার ভিডিপির সমস্যারা মহান মুক্তিযুদ্ধ থেকে এপর্যন্ত দেশের কল্যানে নিজেদের নিয়োজিত রেখেছেন। দেশের যে কোন পরিস্থিতি মোবাবেলায় আনসার ভিডিপির সমস্যারা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

অজিত কুমার দাস আরো বলেন, বর্তমান সময়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। শুধু কিশোর গ্যাংই নয়, সমাজের যে কোন নিয়ন্ত্রনে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। অপরাধ মুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষের সচেতন হতে হবে। পুলিশকে সহযোগীতা করতে হবে। তাহলে অপরাধ মুক্ত সমাজ গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে মাসুদ ভূইয়া বলেন, করোনা পরিস্থিতিতে আনসার ভিডিপির সমস্যারা সম্মুখ যোদ্ধা ছিলেন। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সমস্যারা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাই তাদের সম্মনে সামান্য এই উপহারের ব্যবস্থা করেছে আব্দুল গফুর ফাউন্ডেশন।

সদর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদেও সঞ্চালনায় অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়নের আনসার ও ভিডিপির সকল সদস্য/সদস্যারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু নৃত্য শিল্পরা নৃত্য পরিবেশন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ