অভিযোগের ছয়দিনেও অধরা অটো চাঁদাবাজ আজিজুল বাহিনী

নারায়ণগঞ্জ মেইল: চাঁদা না দেয়ায় অটোরিক্সা চালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় থানা অভিযোগ করার ছয়দিন পরও এখনো পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা নেয়নি ফতুল্লা থানা পুলিশ। চাঁদাবাজরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অটোরিক্সার মালিকরা বলছেন, মূলত অটোরিক্সা চালক গরীব মানুষ। তাই মাথা ফাটিয়ে দেয়ার পরও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

জানা গেছে, ফতুল্লার চিহিৃত চাঁদাবাজ আজিজুল হক ওরফে বরিশাইল্যা আজিজ দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদা না দিলে অটোরিক্সা চালকদের রাস্তায় মারধরসহ টর্চারসেলে আটকে রেখে নির্যাতন চালায় আজিজুল বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিগতায় শুক্রবার জীবন নামে এক অটোরিক্সা চালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় আজিজুল বাহিনী। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নয় জনের বিরুদ্ধে অভিযোগ নিয়েছে অটোরিক্সা চালক জীবন। এরা হলেন আজিজুল হক, আনোয়ার, আকবর, অলি, জনি, শামীম ও শহিন। মূলত আজিজুলের প্লেট ব্যবহার না করায় জীবনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করে ফতুল্লা থানায় আজিজুল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে অটোরিক্সা চালক জীবন। কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশের কোন তৎপরতা নেই। অথচ আজিজ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ অটোরিক্সার মালিকগণ।

মূলত একজন শ্রমিকলীগ নেতারা শেল্টারে থাকায় আজিজুল প্রকাশ্যেই চাঁদাবাজী ও চাঁদা না দিলে টর্চারসেলে নির্যাতন চালিয়ে আসছে। আজিজুলের কাছে এখন ইজিবাইক, ব্যাটারী যুক্ত রিক্সা ও মিশুক পরিবহনের মালিকরা জিম্মি হয়ে পড়েছে। আজিজুলকে চাঁদা না দিলেও গাড়ি আটকে রেখে চালককে মারধরসহ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। অনেক সময় অটো রিক্সা ছেড়ে দিলে রিক্সার বসার গদি রেখে দেয় আজিজুল ও তার বাহিনীর সদস্যরা। নির্দিষ্ট পরিমানের চাঁদা দিয়ে রিক্সা প্লেট দিয়ে প্রতি মাসে রিক্সা গ্যারেজে গিয়ে চাঁদা আদায় করছে আজিজুল। আর আজিজুলের দেয়া প্লেট না থাকলে সেই রিক্সা আটক করে তার বাহিনীর সদস্যরা। রিক্সা মালিকরা চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে তাদের রিক্সা জব্দ করে রিক্সার গদি রেখে দেয়। আর কেউ প্রতিবাদ করলে মারধর করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ