করোনা বীর খোরশেদের প্রশংসা করলেন শওকত চেয়ারম্যান

নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার বক্তাবলীর ছমিরনগরে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার(১৯ডিসেম্বর) দুপুর ২টায় শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম শওকত আলী। অনুষ্ঠানে উপস্থিত করোনা বীর খোরশেদ এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তার সাথে এই প্রোগ্রামে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। দলমতের উর্ধ্বে এসে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

তিনি আরো বলেন, রোটারি ক্লাব ও বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মহৎ কাজ করে যাচ্ছে তাদের এই কাজকে সাধুবাদ জানাই। তারার বক্তাবলীতে হাসপাতাল করার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি যদি আবার চেয়ারম্যান হই তাহলে আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান এর সাহায্যে নিয়ে এই হাসপাতাল করার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এই এলাকায় যেখানে রাস্তার সমস্যা ছিল যেটা দেখলে আমি নিজেই লজ্জ্বিত হতাম সেই রাস্তাগুলোর কাজ আমি করে দিয়েছি। এখন এই এলাকার মনুষের কষ্ট দূর হয়েছে।

এসময় গ্রামে অসহায়দের মাঝে ১০০০ কম্বল বিতরণ করা হয়। তাছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি করোনায় আক্রান্ত এহসানুল হক নিপুর সুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়।

বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট কামরুল হাসান, সেক্রেটারী শফিকুল ইসলাম বাবু, সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, গোরকুল স্কুলের সভাপতি নাজির হোসেন, ছাত্র লীগ নেতা মুশফিকুর রহমান শিশির, করোনা যোদ্ধা লুনা খন্দকার,খাদিজা আক্তার শিখা, ব্যবসায়ী ইদ্রিস আলী দেওয়ান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ইয়াহিয়া আলম উৎসাস, রোটারিয়ান রাজু, রোটারিয়ান বাতেন, উজ্জ্বল, পলিন দেওয়ান, জাবেদ, বাবু, কাশেম, জলিল।

এছাড়াও রোটারিয়ান দোলন ও তুহিন হাসান মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাসান আলী মাদবর, জহির উদ্দিন মাদবর, শাহাবুদ্দিন মাদবর, মোঃ আলেক চাঁন, শামসুল হুদা মাষ্টার, বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহ- সভাপতি আলম মিয়া, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক সবুজ আহমেদ, অর্থ সম্পাদক এমদাদ মোল্লা, প্রধান উপদেষ্টা পিয়ার শেখ, সদস্য নিজাম উদ্দীন, রহিম বাদশা, রবিউল, আলী আহমদ, রুবেল, মাসুদ, শরীফ, পিয়াস, মাইনুদ্দিন, ফারুক, জামাল, শাহীনসহ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ