নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশমুলি এলাকায় অগ্নিকান্ডে ১০টি টিনের কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক পুড়েছে আরও চারটি ঘর।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুল মীরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়ার দুইটি এবং ফতুল্লার বিসিকের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে দুই সারির পাঁচটি করে দশটি টিনের কাঁচা ঘর পুড়ে গিয়েছে। ঘরের ভেতরে থাকা ভাড়াটিয়াদের আসবাবপত্রগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান কাশীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহাম্মেদ ও ৭, ৮, ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার এড. মরিয়ম আক্তার। এসময় তাৎক্ষনিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন শামীম আহাম্মেদ ও মরিয়ম আক্তার। কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদলের পক্ষে তারা দুইজন প্রতিটি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
শামীম আহাম্মেদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। ভাড়াটিয়াদের আসবাবপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাই প্রথমিক ভাবে চেয়ারম্যান সাহেবের পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেছি। ক্ষতিগ্রস্থ কেউ না খেয়ে থাকবে-এমনটা যেন না হয় সেজন্য তাদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।