নারায়ণগঞ্জ মেইল : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিও পালন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে কাশীপুরের আমবাগান এলাকায় সেবামূলক সংগঠন প্রচেষ্ঠা’র এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমী।
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কারভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতীর সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন কাশেমী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক জীবন দেশের মানুষের অধিকার আদায়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ১৮ কোটি মানুষ তার জন্য যার যার স্থান থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করবো এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, বিএনপি নেতা আল সামাদ, মালেক সরদার, রতন, হালিম, হান্নান, আরমান কাজী, মোল্লা বাপ্পি, মোল্লা রবিন, ফয়সাল হাসান, আকাশ আহাম্মেদ পায়েল, আকরাম, ফয়সাল আহাম্মেদ, মিলন, মামুন, সোহেল, মস্তান, রফিক, হারুন, রাজিব, রবু, রাব্বি, শিপলু, পারভেজ, রানা, আনোয়ার, মোখলেস, রতন, সুমন প্রমুখ।
