নারায়ণগঞ্জ মেইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (বিএনপি জোট) প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুফতি মনির হোসাইন কাসেমীর দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই।
এরআগে নির্বাচনী নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। নিজ দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতাদের দ্বারেদ্বারে গিয়ে সমর্থন নিচ্ছে তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই ফতুল্লার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মনির হোসাইন কাসেমী। ইতিমধ্যে তার পক্ষে মাঠে নেমেছেন ফতুল্লা বিএনপির নেতাকর্মীরা।
