কাশীপুরের ভোলাইলে গণি-ইসলাম বাহিনী বেপরোয়া

নারায়ণগঞ্জ মেইল : ফতুল্লার কাশীপুর ভোলাইল এলাকায় ইট বালু ব্যবসার নামে চাঁদাবাজী ও লুটপাটের অভিযোগ উঠেছে সাখাওয়াত হোসেন গণি ও ইসলাম নামে স্থানীয় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে। ফতুল্লা মডেল থানার ওসির সাথে একটি ছবি তুলে তা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগও রয়েছে এই দুজনের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গণি ও ইসলাম নির্মাণ সামগ্রীর অতিরিক্ত মূল্য ধরে বিক্রি করে। তার কাছ থেকে ইট বালুসহ নির্মাণ সামগ্রীর মালামাল না নিলেই নানা ভাবে হয়রানি ও হুমকি দেয়া হয়। তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজন যুবককে পুলিশ দিয়ে হয়রানিরও অভিযোগ রয়েছে।

ইট বালুর পাশাপাশি পতিতা ব্যবসা রয়েছে ইসলামের। ভোলাইলের একটি বাড়িতে পতিতা ব্যবসা পরিচালনা করে আসছে ইসলাম। পতিতা ব্যবসাকে কেন্দ্র করে মাদকের আড্ডা পরিচালিত হত। এলাকার যুব সমাজ রক্ষায় সম্প্রতি স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পতিতা ব্যবসা বন্ধের দাবী জানালে উল্টো তাদের হুমকি দেয়। পরবর্তিতে ফতুল্লা থানা পুলিশ অভিযান পরিচালনা করে নয়জন যৌনকর্মীকে আটক করে আদালতে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, গণি ও ইসলামের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। তাদের কাছ থেকে বাড়ি নির্মাণ সামগ্রী না নিলেই হামলা করা হয়। পাশাপাশি বিভিন্ন অযুহাতে সাধারণ মানুষের বাড়িতে লুটপাট চালায় তারা। আনসার মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সম্প্রতি লুটপাট চালায় গণি ও ইসলাম বাহিনী।

বিগতদিনে আওয়ামী লীগের রাজনীতি করলেও বিশাল সন্ত্রাসী বাহিনী থাকার কারণে তাই গণি ও ইসলাম বেপরোয়া হয়ে উঠেছে। তাই গণি ও ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ