নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার বিসিক এলাকায় ঝুট সন্ত্রাসীরা বেপেরোয়া হয়ে উঠেছে। গার্মেন্টেসের ঝুট সেক্টর নিয়ন্ত্রন নিয়ে প্রতিনিয়তই সংঘর্ষের ঘটনা ঘটছে। ক্ষমতাসীনদের নাম ভাঙ্গিয়ে ঝুট সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শনের মাধ্যমে অাধিপত্য বিস্তার করে অাসছে। প্রশাসনের নমনীয়তায় ঝুট সন্ত্রাসীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে মেসার্স অায়াত এন্টারপ্রাইজ এর মালিক মমিনের উপর হামলা চালিয়েছে ঝুট সন্ত্রাসীরা। এ হামলার ঘটনায় ভুক্তভোগী মমিন সোমবারই জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বরাত দিয়ে মমিন জানান, সোমবার বিসিক এর অাল বারাকা গার্মেন্টসের ওয়েস্টিজ মাল ক্রয় করায় তার উপর হামলা চালায় বিসিকের ঝুট সন্ত্রাসী রকমতের সন্ত্রাসী বাহিনী। গত কয়েকদিন ধরেই ঝুট ক্রয়কে কেন্দ্র করে অামাকে নানাভাবে হুমকি দিয়ে অাসছিলো রকমত। তারই ধারাবাহিকতায় অামি অাল বারাকা গার্মেন্টেসের ওয়েস্টিজ মাল ক্রয় করায় অামার ওপর হামলা চালায় রকমতের সন্ত্রাসী বাহিনীর সদস্য ইসলাম, বাহাদুর, জুয়েল ওরফে বেয়াদপ জুয়েল, রিপন, নুর ইসলাম, ইকবাল শেখ, অানোয়ার সহ অজ্ঞাতনামা অারো ৩০-৪০ জন।
এদিকে হামলায় মারাত্মকভাবে অাহত হলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ব্যাবসায়ী মমিন।
উল্লেখ্য, ইতিমধ্যে ঝুট সন্ত্রাসী রকমতের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী ও একটি লিখিত অভিযোগ দিয়েছেন মমিন। প্রশাসনের নীরব ভূমিকার কারনে সর্বশেষ সোমবার মমিনের ওপর হামলা চালায় রকমতের সন্ত্রাসী বাহিনী।