নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনটি। এই আসনে বরাবরই বিএনপি’র অধ্যুষিত তবে বর্তমানে আড়াইহাজার বিএনপিতে ঐক্যের বড় অভাব। এখানে বিএনপি তিন ভাগে বিভক্ত। এই তিন টুকরা বিএনপিকে ঐক্যের বন্ধনে জোড়া লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
আড়াইহাজার থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আড়াইহাজারে আজাদের রয়েছে বেশ জনপ্রিয়তা, রয়েছে একটি বলয়। তবে এখানে আরো দুটি ভাগ রয়েছে বিএনপি’র যার এক ভাগের নেতৃত্বে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।
স্থানীয় সূত্র মতে, স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আড়াইহাজারের রাজপথে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলাম আজাদ। নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, জেলও খেটেছেন। হয়েছেন অসংখ্য মামলার আসামি।
তাছাড়া তার বলয়ের নেতাকর্মীদের সুখে-দুখে সবসময় পাশে থেকেছেন আজাদ। মামলা হামলায় আইনি সহায়তা প্রদান সহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। তাই আড়াইহাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন নজরুল ইসলাম আজাদ। এরই মধ্যে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাগিয়ে আনতে সক্ষম হয়েছেন, চূড়ান্ত মনোনয়ন তালিকায়ও আজাদের থাকাটা এক প্রকার নিশ্চিত।
তবে আড়াই হাজার বিএনপিতে রয়েছে আরো দুটি বলয়। এক সময় আড়াই হাজার বিএনপিকে নেতৃত্ব দেওয়া আতাউর রহমান আঙ্গুরের ভাতিজা এবং বদরুজ্জামান খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমন এই আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বাপ চাচার নামের প্রতি সুবিচার করতে পারেননি সুমন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে তার তেমন কোনো ভূমিকা ছিল না। তার নামে কোনো মামলা নেই, জেলও খাটেননি তিনি। তাই মনোনয়নের শিকে তার ভাগ্যে ছিড়েনি। তবে তার রয়েছে বেশ কিছু কর্মী সমর্থক।
আড়াইহাজারের তৃতীয় বলয়ে নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। আজাদ এবং সুমন উভয়ের সাথেই এক সময় কাজ করেছেন পারভীন কিন্তু কোথাও সুবিধা করতে পারেননি। তাই তিনি নিজেই আড়াইহাজার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন। বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম আসেনি। তবে তিনি এখনো আশা ছাড়েননি, চূড়ান্ত তালিকায় তার নাম আসতে পারে বলে তিনি আশাবাদী।
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ আড়াইহাজার আসনটি পুনরুদ্ধার করতে হলে বিএনপি’র এই তিন ভাগকে একসাথে এক সুতায় জোড়া দিতে হবে। সেই জোড়া লাগানোর কাজটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কারণ ঐক্যবদ্ধ হতে না পারলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুবিধা পেয়ে যাবে। তাই আড়াইহাজারে আজাদ, সুমন এবং পারভীনের মধ্যে ঐক্য গড়ে তোলাটা এখন সবচেয়ে জরুরি।
