আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির একটি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া স্থানীয় মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় চালুর জন্য জাহাঙ্গীর ভূঁইয়ার কাছ থেকে তিনটি দোকানঘর ভাড়া নেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মেম্বার। চুক্তি অনুযায়ী বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয় ৩০ হাজার টাকা। এর মধ্যে দুটি দোকানের ভাড়া পরিশোধ করা হলেও যে দোকানে বিএনপির কার্যালয় স্থাপন করা হয়, তার ভাড়া বাকি ছিল।

নিহতের ছেলে রাসেল জানান, বুধবার সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০), তার দুই ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫)সহ ৬-৭ জন জাহাঙ্গীরকে সালমদী বাজারের বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। তোতা মেম্বার বর্তমানে বিএনপির কোনো পদে নেই। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘তোতা মিয়া তিনটি দোকানঘর ভাড়া নিলেও একটি দোকানের ভাড়া বাকি ছিল। আজ সকালে ভাড়া চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। জাহাঙ্গীর গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ