নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদ। বৃহস্পতিবার ১৩ আগষ্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, সেইসাথে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
শিপন সরকার বলেন, পূজা পরিষদ সেক্রেটারী নির্মল চ্যাটার্জির ভাইয়ের উপর হামলা মানে বাংলাদেশের দেড় কোটি সনাতন ধর্মাবলম্বীর উপর হামলা। আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, যেখানে হামলা হয়েছে সেখানে একজন তদন্তকারী অফিসার ছিলেন। তার উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলা কিভাবে হলো সে প্রশ্নের উত্তর আমাদের জানা নেই।
তিনি বলেন, এই করোনা মহামারিকালে সারা দেশে নিরবে সাম্প্রদায়ীকতা মাথা চারা দিয়ে উঠছে। দেশের বিভিন্ন মন্দিরে একের পর হামলা হচ্ছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মন্দিরে পরপর তিনবার হামলা করা হয়েছে অথচ আমরা এর কোন সুবিচার পাইনি। একটি প্রতিক্রিয়াশীল চক্র শোকের মাস আগষ্ট এলেই তৎপর হয়ে উঠে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগষ্ট মাসেই সপরিবারে হত্যা করা হয়েছিলো। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এিেগয়ে নিয়ে যাচ্ছেন যা সেই ৭৫ এর দোসরদের সহ্য হচ্ছে না। তাই আগষ্ট মাস এলেই দেশের জনগন উৎকন্ঠিত হয়ে উঠে আবার না জানি কোন দূর্ঘটনা তারা ঘটিয়ে ফেলে। তাই আমি বলতে চাই নির্মল চ্যাটার্জির ভাইয়ের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সেই স্বাধীনতার পরাজিত শক্তির নীল নক্সা বাস্তবায়নের অংশ। আমরা সারা দেশের দেড় কোটি সনাতন ধর্মাবলম্বী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের পাশে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কোন অপশক্তির কাছে আমরা নতি স্বীকার করবো না। সেই সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ আগষ্ট সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মৌণ মিছিল এবং ১৫ আগষ্ট মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানান শিখন সরকার শিপন। সেই সাথে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে অংশ নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে এ সময়ে আরোও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ভোলানাথ সাহা, সাংগঠনিক সম্পাদক রিপন দাস,সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ-সভাপতি দুলাল রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা পরিষদ নেতা সুশিল দাশ, তপন গোপ সাধু, অরুণ দেবনাথ, তপন দাস, জেলা যুব ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস, সদর উপজেলার সভাপতি শুভ মন্ডল প্রমুখ ।
মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে শহরের প্রতিবাদ মিছিল বের করা হয় । মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।