রিপন ভাওয়াল‌কে ক‌রোনা বীর উপাধি দিলেন ডি‌সি

নারায়ণগঞ্জ মেইল: বৈ‌শ্বিক মহামা‌রি ক‌রোনাভাইরা‌সে অাক্রান্ত হ‌য়ে নারায়ণগ‌ঞ্জে মারা যাওয়া সনাতন ধর্মবলম্বীদের মর‌দেহ জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে সৎকার করা ‘ওরা ১১ জন’ কমি‌টির টিম লিডার ক‌রোনাবীর রিপন ভাওয়ালকে তার বীর‌ত্বের প্রতি সম্মান জা‌নি‌য়ে ফু‌লের তোড়া দি‌য়ে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জ‌সিমউ‌দ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে নিতাইগঞ্জ এলাকায় বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়ো‌জিত আলোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক।

অা‌লোচনা সভার শুরু‌তে সঞ্চালক অাম‌ন্ত্রিত অ‌তি‌থি‌দের পরিচয় পর্বে অ‌তি‌থি হি‌সে‌বে উ‌পস্থিত থাকা রিপন ভাওয়ালের অবদা‌নের কথা উ‌ল্লেখ কর‌লে জেলা প্রশাসক মোঃ জ‌সিমউ‌দ্দিন রিপন ভাওয়াল‌কে ক‌রোনাবীর উ‌ল্লেখ ক‌রে রিপন ভাওয়াল‌কে কৃতজ্ঞতাস্বরুপ ফু‌লের তোড়া দি‌য়ে শু‌ভেচ্ছা জানান।

প‌রে অা‌লোচনা সভায় বক্তব‌্য প্রদানকা‌লে
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শ্রীকৃষ্ণের
দেখানো পথে চলার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নতুন প্রজন্মের যারা রয়েছে সবাই শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে। তার প্রতিটি কথা আমাদের নিজেদের প্রত্যাহিক জীবনে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের মধ্যে যত অনাচার-পাপাচার রয়েছে সব সরিয়ে দিতে হবে। পৃথিবী থেকে এই অনাচার পাপাচার দূর করতেই বার বার তিনি এই পৃথিবীতে এসেছেন। যাতে আমরা শান্তিতে এই
পৃথিবীতে থাকতে পারি।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রাজেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি লিটন পাল, নতুন পালপাড়া পূজা ক‌মি‌টির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, নিতাইগঞ্জ বলদেব মন্দির কমিটির সভাপতি জয়কে রায় চৌধূরী, মন্দিরের পুরোহিত কঙ্কজ চক্রবর্তী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ