পূজা পরিষদের উদ্যোগে প্রয়াত অরুন দাশ স্মরণে বিশেষ প্রার্থনা

নারায়ণগঞ্জ মেইল: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ফতুল্লা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক অরুন কুমার দাশের স্মরণে বিশেষ প্রার্থনা ও শোক সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার ১১ আগষ্ট সন্ধ্যায় শহরের দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এ আয়োজন করা হয়।


স্মরণ সভায় আগত নেতৃবৃন্দ স্বর্গীয় অরুন কুমার দাশের ম্মৃতিচারণ করেন। এ সময় সকলের আবেগঘন বক্তব্যে মন্দিরের পরিবেশ ভারী হয়ে উঠে, অনেকে কান্নায় ভেঙ্গে পরেন। বক্তারা বলেন, স্বর্গীয় অরুন কুমার দাশ ছিলেন একজন পরোপকারী মানুষ। যে কারো বিপদের কথা শুনলে তিনি তৎক্ষনাত সেখানে ছুটে যেতেন। একজন সদালাপি সদা হাস্যোজ্জল প্রাণখোলা মানুষ অরুন দাশ এতো অল্প সময়ে চলে যাবেন তা কেউ মেনে নিতে পারছি না। তাছাড়া তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, সাংগঠনিক কাজে তিনি সব সময় অন্তরিকভাবে এগিয়ে এসেছেন। তার অকাল প্রয়াণে আমরা একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্যে গভীর সমবেদনা জানাচ্ছি।


নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা পূজা পরিষদ নেতা সুশিল দাশ, ফতুল্লা পূজা পরিষদের সভাপতি রনজিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, স্বর্গীয় অরুন দাশের ছেলে ও ভাইসহ নেতৃবৃন্দ।


এ সময় স্বর্গীয় অরুন দাশসহ করোনা মহামারিতে নিহত সকলের আত্মার শান্তি কামনায় এবং অসুস্থ্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশসহ করোনায় আক্রান্ত সকলের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ