জাতীয় শোক দিবসে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি

নারায়ণগঞ্জ মেইল: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২ টায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। নারায়ণগঞ্জের টানবাজারে অবস্থিত দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা কৃষ্ণ আচার্য, অভিরাজ সেন, ভোলানাথ সাহা প্রমুখ।

এছাড়াও বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা, দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ