না:গঞ্জের ঈদ জামাতে করোনা থেকে মুক্তির প্রার্থনা

নারায়ণগঞ্জ মেইল: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল আযহা পালিত হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জের কোথাও ঈদগাহে জামাত হয়নি। মসজিদের যথাযথ নির্দেশনা মেনে সকালে ঈদের জামাত হয়েছে। এরপর শুরু হয় পশু কোরবানি। ঈদের নামাজ আদায় শেষে দেশ, জাতি মুসলিম উম্মার শান্তি এবং করোনা ও বন্যা থেকে মুক্তির প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ