নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ স্মৃতি সংঘ। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাকালীন কমান্ডার গোপীনাথ দাশের পুত্র সঞ্জয় দাশের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান স্মৃতি সংঘের নেতৃবৃন্দ। এ সময় নবাগত জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ আগত নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন রাজিব ভৌমিক, কৃষ্ণ আচার্য্য, অভিরাজ সেন, সুজন বিশ্বাস, সুমন দে প্রমূখ।