সংবাদ বিজ্ঞপ্তি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা আগামীকাল ১৪ নভেম্বর শুরু হচ্ছে। করোনাকালীন সময়ে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শ্যামা মায়ের পূজা পালনের জন্য নারায়ণগঞ্জ এর সকল সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা এ আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বিশ্ব আজ করোনা মহামারীতে পর্যুদস্ত। করোনার দ্বিতীয় ঢেউ টালমাটাল করে দিয়েছে গোটা বিশ্বকে। তাই করোনার এই ক্রান্তিকালে আমরা খুবই সীমিত পরিসরে দুর্গাপূজা পালন করেছি। আমরা এবার শুধুই পূজা করেছি কোন উৎসব পালন করিনি। তেমনিভাবে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজায়ও আমরা কোন উৎসব করবো না। এমনকি নারায়ণগঞ্জের ৫ নং ঘাট এলাকায় প্রতিবারের মতো এবার আর বিজয়া দশমীর বিসর্জন মঞ্চ প্রস্তুত থাকবে না।
প্রশাসনের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যা স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে করোনা প্রতিরোধে কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে মায়ের প্রতিমা নিয়ে কোন শোভাযাত্রার আয়োজন করা থেকে বিরত থাকতে অনুরোধ করা গেলো। সকলকে সীমিত পরিসরে পূজা আয়োজন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ দায়িত্বে বিসর্জনের জন্য আহবান করা হলো। সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনকে এই নির্দেশনা মেনে চলতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করা হলো।
সকলকে শ্রীশ্রী শ্যামা পূজার অগ্রিম শুভেচ্ছা। মায়ের করুণায় অভিশাপ মুক্ত হবে এ ধরা। আমরা আবার আগের মতো মহা ধুমধামে মায়ের পূজা করবো এই প্রত্যাশায় শুভ কামনা সকলকে।