শারদীয় দুর্গাপূজায় বৈদ্যের বাজারে আল আমিনের বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ মেইল : শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার রামগঞ্জ লোকনাথ মন্দিরে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরনণ করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব সোনারগাঁও বৈদ্যের বাজার রামগঞ্জ লোকনাথ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ী ও লুঙ্গি বিতরন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল আমিন সরকার।

প্রধাণ অতিথির বক্তব্যে আল আমিন সরকার বলেন, আজকে এই শারদীয়া দূর্গা উৎসবের নবমীতে আমি আপনাদের পাশে এসেছি আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। আমাদের এই দেশ অসাম্প্রদায়ীক চেতনার দেশ। এই দেশে ধর্ম যায় যায় উৎসব আমাদের সবার। আমার উদ্দেশ্য একটাই, আমার এই ইউনিয়নে ধর্ম বর্ন নির্বিশেষে সবার পাশে থাকা। আমরা যেমন মুসলমান তেমনি অন্য ধর্মাবলম্বীদের হেফাজত করা আমাদের ইমানী দ্বায়িত্ব। তাই ঐ কথাকে সামনে রেখে আজ আপনাদের কাছে এসেছি। বিগত নির্বাচনে আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। জননেত্রী শেখ হাসিনা মোশারফ ভাইকে নৌকা প্রতীক দিয়েছিলেন। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ বৈদ্যের বাজার এর প্রতিটি ওয়ার্ডে নৌকার বিজয় হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট বিবেচনা করে দিবেন।এই মহামারী করেনাসহ আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে আপনারা কাকে আপনাদের পাশে পেয়েছেন। আমি যে অবস্থায়ই থাকি আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেই আর্শিবাদ আপনারা আমাকে করবেন।

সিনহাম হাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হাবিবুল্লাহ্, বৈদ্যার বাজার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আনিছ সরকার, সহ সভাপতি কমল, সাধারণ সম্পাদক আল আমিন, বৈদ্যার বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাছান সুমন, সাধারণ সম্পাদক রেজা, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মাসুম, আওয়ামীলীগ নেতা আমজাদ, নান্টু, হালিম হাজী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ