নিতাইগঞ্জে ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ মৃত ড্রাইভার-মহাজনদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজিব ও নয়নের বন্ধু মহলের আয়োজন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহাম্মেদ শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতী।

প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহাম্মেদ শহিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তার আদর্শে আমরা দেশ ও দেশের মানুষদের ভালবাসতে পারি মহান আল্লাহ পাক যেন সেই তাওফিক দান করেন। আমি শ্রমিকদের নিয়ে চলাফেরা করি। আমার মৃত শ্রমিক ভাইদের জন্য দোয়া করবেন।

সিকদার বাপ্পী চিশতী বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে কোটি মানুষের উপস্থিতিতে প্রমাণ হয়েছে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। আমরা আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সেদিকেও আমাদের নজর রাখতে হবে। প্রয়াত ট্রাক শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা এই আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন কেবিনেট সদস্য লুৎফর রহমান মন্টু, মস্তান প্রধান, মালেক সরদার,মোহাম্মদ হারুন, শহিদুল ইসলাম,আওলাদ, টিটু, পায়েল হোসাইন আকাশ, মো:আকরাম হোসেন। মোল্লা বাপ্পি, শিপলু,হান্নান,মিলন, রাজিব, নয়ন, সুমন, স্বপন, খোরশেদ আলম রানা প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ