নারায়ণগঞ্জ মেইল: সম্প্রতি সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন করে দেশে আসার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পরেন ৯০ দশকের ফটো সাংবাদিক ও নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মাহমুদ হাসান কচি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তার পরিবার থেকে এ তথ্য জানান। পরিবারের পক্ষ থেকে শেখ মাহমুদ হাসান কচি অসুস্থতার তথ্য নিশ্চিত করে এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।’ বর্তমানে তিনি বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলমান রয়েছে।
