নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে প্রার্থনা সভা, গীতা পাঠ, পূজা পার্বণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শোভাযাত্রা সহকারে বীর শহীদদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে চাষাড়া গোপাল জিউর মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিখনের জন্মদিন উপলক্ষে তার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ এবং আড়াইহাজারে মহান বিজয় দিবস উপলক্ষে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
