নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর ঘাট শ্রমিক ট্রেড ইউনিয়ন (৪২৭২) এর প্রধান কার্যালয় উদ্বোধন এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) বাদ আছর নিতাইগঞ্জ কেরোসিন ঘাট এলকায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর ঘাট শ্রমিক ট্রেড ইউনিয়ন (৪২৭২) এর সভাপতি খোকন প্রধান ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে ঘাট অঞ্চলের পরিশ্রমী শ্রমিক ভাইদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। শ্রমিকরা একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড—আপনাদের ঘাম, পরিশ্রম আর নিষ্ঠার ওপর ভর করেই আমাদের বন্দর, নদীপথ ও ব্যবসা-বাণিজ্য সচল থাকে। আপনাদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি আদায়ের সংগ্রামে আমরা সবসময় শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
এই নতুন কার্যালয় শুধু একটি স্থাপনা নয়—এটি আপনাদের আশা, ঐক্য ও শক্তির প্রতীক। এখান থেকেই শ্রমিকদের সমস্যা সমাধান, দাবি আদায় এবং সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম আরও সফলভাবে পরিচালিত হবে।
বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যে শ্রমিকেরা জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাজের নিরাপত্তা, চিকিৎসাসেবা, ন্যায্য মজুরি ও বঞ্চনার বিরুদ্ধে আমরা জোরালোভাবে কথা বলবো। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আমি জোর দাবি জানাই—ঘাট শ্রমিকদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমরা বিশ্বাস করি, শ্রমিকদের শক্তি সংগঠনে। সকল বিভেদ ভুলে এক হয়ে কাজ করলে ঘাট এলাকার শ্রমিকদের উন্নয়ন আরও দ্রুত হবে। আপনাদের প্রত্যেকের পাশে থেকে, অধিকার আদায়ের সংগ্রামে সবসময় সহযোগিতা করবো।
পরিশেষে তিনি সকলকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মেজর জিয়াউর রহমান, আরফাত রহমান ককোর রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান সহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে সকলকে দোয়ায় অংশগ্রহন করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হাওলাদার, মোঃ আফসার উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ সুমন আহম্মেদ, সহ সভাপতি মোঃ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন সরকার, সাংগঠনিক সোহেল আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ সোহেল মিয়া,দপ্তর সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলী, ক্রিয়া ও সাংস্কৃতিক মোঃ মনির হোসেন।যুবদল নেতা আতিকুর রহমান সবুজ সবুজ, রানা রহমান, মোঃ সুজন, ইকবাল, মোঃ সিদ্দিক, ট্রেইলর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল,
এছাড়া আরো উপস্থিত ছিলেন টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মান্নান, ডাইলপট্টি লোড- আনলোড শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর পক্ষে আলক ইসলাম, রুহুল আমিন, আক্কাস ফরাজী,সেন্টু, লিটন ভূইয়া, মোতালিব হোসেন, জুয়েল মিয়া, শ্রমিক দল নেতা আবু সুফিয়ান সহ হারুন সরদার,জমির সরদার,সবুজ সরদার প্রমুখ।
