খালেদা জিয়ার সুস্থতা কামনায়  কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  শনিবার ( ৬ ডিসেম্বর) বাদ আসর কলাগাছিয়া ইউনিয়নের সাবদি এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,  মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা ইকবাল হোসেন, হাজী কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ