নারায়ণগঞ্জ মেইল: শহরের আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা ( ১৪৩ তম ) উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহপতিবার ( ২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহারসঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।
অনুষ্ঠানের মাধ্যমে ছয় শতাধিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকৃত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।