দীপাবলি উৎসবে ১৮ নং ওয়ার্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

নারায়ণগঞ্জ মেইল: শীতলক্ষ্যা পুল প্রঙ্গন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা -১৪৩২ উপলক্ষে কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২১ অক্টোবর ) সন্ধ্যায় ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা তামাকপট্টি পুল সংলগ্ন মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রী শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।


এ সময় জোসেফ বলেন, বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।


আমরা বিশ্বাস করি, ধর্মীয় উৎসব মানুষের মনে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়। শ্যামা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার উৎসবও।


বর্তমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময়ই সকল ধর্মের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”


এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জোসেফ এবং পরে তিনি কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।


শীতলক্ষ্যা পুল প্রাঙ্গন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুজন চন্দ্র ঘোষের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা ট্রাক ট্যাংললরী শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ, সদর থনা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী, আতিকুর রহমান সবুজ,শিষ্ট ব্যবসায়ী কাদের চৌধুরী টিটু, রিয়াদ হোসেন সানি,শাহজালাল,অলক, মাসুম, কাজল, রনি চৌধুরী, হারুন প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ