নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মন্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপনসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান নুর, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল দেবযানী কর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ অমর, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহজাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামসহ সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিগণ, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী সমাজ।