নারায়ণগঞ্জ মেইল: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চাষাড়া গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দুলাল দাস, যুগ্ম আহবায়ক মানিক রাম কানু, রতন রায়, বিপ্লব সাহা, লিটন দাস, নিমাই দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।