জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিপ্লব কুমার সাহাকে আহ্বায়ক এবং দুলাল চন্দ্র দাসকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক রমেশ দত্ত এবং সদস্য সচিব অধ্যক্ষ এস সাহা আনন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হলেন গণেশ চন্দ্র সাহা, ডা: অনিল চন্দ্র দাস, শ্রীমতি শেফালী রানী দাস, কমল সূত্রধর ও মানিক রাম কানু।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন গৌতম সাহা, পিন্টু সাহা, রতন রাউত, রিপন রুদ্র, পিন্টু কর্মকার, লক্ষণ সাহা, মনোরঞ্জন শীল, কৃষ্ণ দেবনাথ, পলাশ সূত্রধর, তাপস দাস, সুজিত চক্রবর্তী, মিলন চন্দ্র দাস, দিলীপ সাহা, লক্ষণ বিশ্বাস, বিপ্লব সাহা, লিটন দাস, সুমন বিশ্বাস, সঞ্জিত কুমার শীল, শুভ দাস, বিশ্বজিৎ সূত্রধর, রুহি দাস, সুমন চন্দ্র দাস, রঞ্জন সাহা ও কার্তিক সাহা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ