গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে না:গঞ্জের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহর ও বন্দরের  মসজিদে মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৮ জুলাই) বাদ জুম্মা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের ও বন্দরের মসজিদে মসজিদে মহানগর বিএনপি’র আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা ও উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়নে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু – স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ