নারায়ণগঞ্জ মেইল: ফিলিস্তিনের রাফা এবং গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে পূজা পরিষদের কয়েকশো নেতাকর্মী গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে মূল কর্মসূচিতে অংশ নেয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এই কর্মসূচির অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার এই বিশ্ব সবার। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য এই পৃথিবী। এই পৃথিবীকে সকলের বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার অথচ ফিলিস্তিনের রাফা এবং গাজা শহরে ইজরাইলের নির্মম গণহত্যা পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে।
আমরা বলতে চাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। গাজা এবং রাফা শহরে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লংঘন। ছোট ছোট বাচ্চা শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানাবো অচিরেই গাজার গণহত্যা বন্ধ করে সুস্থ মানবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। গাজার গণহত্যের শিকার অসহায় মানবতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।