মহান স্বাধীনতা দিবসে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি

নারায়ণগঞ্জ মেইল: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের র‍্যালি করে চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং চাষাঢ়া গোপাল জিওর মন্দিরে বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন। প্রার্থনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

বুধবার ( ২৬ মার্চ) সকাল ১১ টায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে শেষ হয়। এরপর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শঙ্কর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সম্পাদক পঙ্কজ কুমার সাহা, শংকর রায় বন্দর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর, রুপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁসহ বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ডে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ