টানবাজার স্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মেইল: পবিত্র মাহে রমজানের রহমতের ৯ম দিনে টানবাজার স্টার্স ক্লাবের উদ্দ্যোগে এবং নারায়ণগঞ্জ ইয়াং স্টার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সোমবার ( ১০ মার্চ ) শহরের টানবাজার এলাকায় ৫নং পদ্মা সিটি প্লাজায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোঃ রেজা রিপন।


এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমই এর সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক সোহেল আক্তার সোহান, জাফর আহম্মেদ ও মজিবুর সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এ সময় টানবাজার স্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ বলেন, সেই ১৯৯২ সন থেকে টানবাজার স্টার্স ক্লাবের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সাধারণ মানুষের সাথে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে এই সংগঠন।


তিনি আরো বলেন,রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কপটতা না করে, মানুষের দোষত্রুটি অন্বেষণ না করে, রহমত-বরকত-মাগফিরাতের মাসে বেশি বেশি নেক আমল করতে হবে।


এ সময় আমন্ত্রিত অতিথিদের অন্তরিক ধন্যবাদ জানান, টানবাজার স্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান।


ইফতারের আগ মূহুর্তে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা সহ দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ